বাসস : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ২৩:৫৮:০৭
স্প্যানিশ ক্লাব আ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি।
গতরাতে নিজ মাঠে দ্বিতীয় লেগে অ্যাথলেটিকোর সাথে গোলশূণ্য ড্র করে সিটি। প্রথম লেগ ১-০ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে একই ব্যবধানে জয়ী হয়ে শেষ চারে জায়গা করে নেয় ম্যান সিটি।
সেমিতে উঠতে গোলশূণ্য ড্রই যথেষ্ট ছিলো পেপ গার্দিওয়ালার দলের। তবে গোলের জন্য মরিয়া ছিলো তারা। তাই বল দখলেও আধিপত্য বিস্তার ছিলো সিটির। প্রথমার্ধে অ্যাথলেটিকোর জালে মোট আটটি শট নিলেও গোলের দেখা পায়নি সিটি।
দ্বিতীয়ভাগে নিজেদের গোলবার সামলাতে রক্ষণাত্মক হয়ে পড়ে ম্যান সিটি। এতে ম্যান সিটির গোলবারে প্রথমার্ধে মাত্র একটি শট নেওয়া অ্যাথলেটিকো দ্বিতীয়ার্ধে ১৩টি শট নিতে পারে। কিন্তু গোলের দেখা পায়নি কেউই। তাই গোলশূণ্যভাবে শেষ হয় ম্যাচটি। আর শেষ চারের টিকিট পায় ম্যান সিটি।
আগামী ২৭ এপ্রিল সেমিফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ স্প্য্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এর আগে ইংলিশ ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে শেষ চারে ওঠে রিয়াল।
Rent for add