নিজস্ব প্রতিবেদক : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার, ২০:২৯:১৮
গোপালগঞ্জের দর্শক দেখলো ৬ গোল ও দুই লালকার্ডের এক ম্যাচ। শুক্রবার জেলার শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে।
মুক্তিযোদ্ধার হোম ভেন্যুতে ম্যাচটি প্রায় জিতেই গিয়েছিল তারা। গোল-পাল্টা গোলের ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। পরের মিনিটেই সাইফ ম্যাচে সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ৩-৩ গোলেই ম্যাচটি শেষ হয়।
৯ মিনিটে মিসওয়া’র গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ২১ মিনিটে সমতা ফেরান সাইফের শাকিল। ২৭ মিনিটে আবার এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। গোল করেন দিদারুল। ৩১ মিনিটে সাইফের রাফি গোল করেন।
পরে ম্যাচের ৩৫ মিনিটে সজিব গোল করলে বিরতির আগে ৩-২ গোলে এগিয়ে থাকে মুক্তিযোদ্ধা। ৬২ মিনিটে সমতা ফেরান সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে উদুহ।
ঘরের মাঠে পয়েন্ট হারানোর পাশাপাশি দুইজন খেলোয়াড়ও হারিয়েছে মুক্তিযোদ্ধা। রাজিব দুটি হলুদ কার্ড এবং তরিকুল সরাসরি লাল দেখেন।
১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থেকে প্রথম পর্ব শেষ করলো সাইফ। মুক্তিযোদ্ধার সমান ম্যাচে পয়েন্ট ৭। টেবিলে ১০ নম্বরে আছে তারা।
Rent for add