নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২২, রবিবার, ২০:৫৭:২৫
চিনেদু ম্যাথু- নাইজেরিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার বাংলাদেশের ফুটবলে পুরোনো মুখ। ফরাশগঞ্জ, আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী হয়ে এবার খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ক্লাবটির জার্সিতে লিগে নিজেদের দশম ম্যাচেই দারুণ এক হ্যাটট্রিক করলেন চিনেদু।
রোববার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেখ জামাল ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক স্বাধীনতা ক্রীড়া সংঘকে। বিরতির আগে শেখ জামাল এগিয়ে ছিল ২-০ গোলে।
ম্যাচের ২৯ মিনিটে সোলেমান সিলার পাস থেকে চিনেদু ম্যাথু গোল করে দলকে এগিয়ে দেন। তিনিই ব্যবধান দ্বিগুণ করেন ৩৮ মিনিটে।
৫৩ মিনিটে বসনিয়ান নিডো গোল করে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু চিনেদু নিজের হ্যাটট্রিক ও দলের জয় নিশ্চিত করেন ৬৭ মিনিটে।
এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল। স্বাধীনতা ক্রীড়া সংঘের ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই পড়ে থাকলো।
Rent for add