বাসস : ২২ মার্চ ২০২২, মঙ্গলবার, ১৭:১১:১৫
সুইজারল্যান্ড ও আইভরি কোস্টের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ফুটবল দল থেকে ছিটকে গেছেন রাইট ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও রেসি জেমস। ইনজুরির কারণে ছিটকে যাওয়া অপর দুই খেলোয়াড় হলেন গোলরক্ষক এ্যারন রামসডেল ও স্ট্রাইকার টামি আব্রাহাম।
ইতোমধ্যেই ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট জাতীয় দলের জন্য আলেক্সান্দার-আর্নল্ড ও জেমসের বদলী হিসেবে ক্রিস্টাল প্যালেসের টাইরিক মিশেল ও সাউদাম্পটনের কাইল ওয়াকার-পিটার্সকে দলে ডেকেছেন। গোলরক্ষক স্যাম জনস্টোন ও স্ট্রাইকার ওলি ওয়াটকিন্সকেও নতুন করে দলভূক্ত করা হয়েছে।
ইনজুরির কারণে আলেক্সান্দার-আর্নল্ড (লিভারপুল), জেমস (চেলসি) ও রামসডেল (আর্সেনাল) নিজ নিজ ক্লাবের হয়ে এ সপ্তাহে মাঠে নামতে পারেননি।
শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে ও আগামী ২৯ মার্চ আইভরি কোস্টের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। দুটি ম্যাচই লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Rent for add