নিজস্ব প্রতিবেদক : ১৮ মার্চ ২০২২, শুক্রবার, ২:১৬:৪৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে কোরআন খতম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা এবং মসজিদে মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণের মাধ্যমে ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়।
জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি মো. আতাউর রহমান ভূইয়া মানিক, ফিফা-এএফসি কাউন্সিল মেস্বার, বাফুফে নির্বাহী সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, মো. নুরুল ইসলাম নুরু, মো. আমের খান, মহিদুর রহমান মিরাজ এবং বাফুফে এলিট ফুটবল একাডেমির প্রশিক্ষকবৃন্দসহ খেলোয়াড়বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সদস্যবৃন্দ এবং বিপিএল, বিসিএল, সিনিয়র ডিভিশন, ২য় বিভাগ ও ৩য় বিভাগ ফুটবল লীগের কর্মকর্তাবৃন্দ ।
Rent for add