নিজস্ব প্রতিবেদক : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ০:৫১:৪৩
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের ‘মা’ শাহানা জামান আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
বুধবার সকাল সাড়ে ৮টায় দক্ষিণ গোড়ানের নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, ২ ছেলে ও নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের মাতার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতিবৃন্দসহ সকল স্ট্যান্ডিং কমিটি, কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়া শাহানা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন ক্লাব, সংগঠন, সংগঠক, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনসহ ফুটবলবাংলাদেশ.কম।
Rent for add