এবার ডেনমার্ক জাতীয় দলেও ডাক পেলেন এরিকসেন

গত বছর জুনে ইউরো ২০২০ চলাকালীন হৃদরোগে আক্রান্ত ড্যানিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন ওই ঘটনার পর চলতি মাসের শেষে প্রথমবারের মতো জাতীয় দলে ফিরতে যাচ্ছেন। ডেনমার্ক ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।

৩০ বছর বয়সী এরিকসেন আগামী ২৬ মার্চ নেদারল্যান্ড ও ২৯ মার্চ সার্বিয়ার বিপক্ষে কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য দুই প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন বলেন এসোসিয়েশন জানিয়েছে।

এর আগে গত মাসে শুরুতে ব্রেন্টফোর্ডের হয়ে প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমে এরিকসেন ক্লাব ফুটবলে ফিরেছিলেন।

গত ১২ জুন কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই এরিকসের মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন। বেশ কিছু সময় অচেতন অবস্থায় থাকার পর মাঠে তাৎক্ষণিকভাবে সিপিআর না দিলে এরিকসেনকে বাঁচানো হয়তবা কঠিন ছিল। এই ঘটনায় এরিকসেনের সতীর্থরাও প্রশংসার দাবীদার।

শেষ পর্যন্ত সব দু:শ্চিন্তা অবসান ঘটিয়ে মাঠে ফিরেছেন এরিকসেন। গত জানুয়ারিতে বলেছিলেন, ‘কাতার বিশ্বকাপে খেলাই আমার লক্ষ্য।’
তাকে দলে টেনে নিতে দেরি করেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ড। গত মাসে অভিষেকও হয়ে গেছে। এবার জাতীয় দলে ফিরে কাতার বিশ্বকাপে খেলার পথে বড় শক্তিটুকু পেয়ে গেলেন এরিকসন। ড্যানিশ কোচ কাসপার হুলমান্দ তাকে জাতীয় দলে আবারো ডেকেছেন।

এ প্রসঙ্গে কাসপার বলেছেন, ‘সে এখন ভালই আছে। আমি তাকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছি। লন্ডনে গিয়েও সম্প্রতি আমি তার খেলা দেখেছি। অনুশীলন ও ম্যাচে শারীরিক ভাবে এরিকসেন দারুণ ফিট অবস্থায় আছে। স্বাভাবিক নিয়মেই কিছু কিছু বিষয় উন্নতির দিকে যায়। তার ক্ষেত্রেও তাই হয়েছে।’

ইউরোর ঘটনার পর এরিকসেনের বুকে পেসমেকার বসানোর কারণে সিরি-এ লিগের আইনানুযায়ী সেখানকার লিগে খেলার অনুমতি হারিয়েছিলেন এই মিডফিল্ডার। সে কারণে ডিসেম্বরে ইন্টার মিলানের সাথে পারষ্পরিক সমঝোতার মাধ্যমে তার চুক্তি বাতিল করা হয়। পুরো ক্যারিয়ারে ড্যানিশ জাতীয় দলের হয়ে এরিকসেন ১০৯ ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent