নিজস্ব প্রতিবেদক : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ২১:৪৯:০৫
এই তো গত ডিসেম্বরে ঢাকায় ভারতকে ফাইনালে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেই ভারতেই খেলতে যাচ্ছেন অনূর্ধ্ব-১৮ দল। শামসুন্নাহাররা কী পারবেন অগ্রজদের মতো ট্রফি জিততে?
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক শামসুন্নাহার ট্রফি জয়ের প্রত্যাশার কথাই শুনিয়েছেন। মাত্র ৩ দেশের এই লড়াইয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে ট্রফিটা যে নিজেদের কাছেই থাকবে। ২০১৮ সালে ভুটান থেকে তো বাংলাদেশের মেয়েরাই জিতেছিল সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ।
শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা ভারতের জামসেদপুর যাবেন শনিবার। ১৫ মার্চ শুরু হবে বাংলাদেশ, ভারত ও নেপালের লড়াই। দল মাত্র ৩ টি বলে খেলা হবে ডাবল লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দলই নেচে উঠবে শিরোপা জয়ের আনন্দে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ মার্চ নেপালের বিপক্ষে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘এই টুর্নামেন্টে খেলার জন্য দুই মাসের কিছু বেশি সময় পেয়েছিল অনুশীলনের। আমাদের মেয়েরা শারীরিক, মানসিক, টেকনিক এবং টেকটিক্যালি প্রস্তুত। তিনটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। দুইটা বিকেএসপির সঙ্গে জিতেছি ৫-১ ও ৬-০ গোলে এবং একটা জাতীয় দলের সঙ্গে হেরেছি ৩-১ গোলে। তিনটা ম্যাচ খেলায় অনেক উপকার পেয়েছি।’
এবারের দলটিতে অনেক নতুন খেলোয়াড় আছেন। এবার যে তিনটা দল খেলছে প্রত্যেকটিকে শক্তিশালী মনে করছেন ছোটন ‘আমি মনে করি তিনটিই সমান শক্তির দল। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ন। ম্যাচ বাই ম্যাচ খেলবো। বিগত দিনের আমাদের মেয়েরা যেভাবে সাফল্য এনেছে, আশা করি এই টুর্নামেন্টেও দেশবাসীকে ভাল কিছু উপহার দিবে।’
লিগ ভিত্তিক টুর্নামেন্ট বলে প্রত্যেকটি ম্যাচকেই গুরুত্বপূর্ণ উল্লেখ করে গোলাম রব্বানী ছোটন বলেছেন,‘এখানে প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ন। সবকিছুই হিসেব করতে হবে। প্রত্যেকটি ম্যাচে জয়ের সঙ্গে গোলের সংখ্যাটাও হিসেব করতে হবে। আমার কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল। কোন ম্যাচ হারা যাবে না।’
Rent for add