বাসস : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার, ১৮:১১:৩২
রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ মালিকানা ছাড়ার ঘোষণা দেবার মাত্র ঘন্টাখানেক পরই এফএ কাপের পঞ্চম রাউন্ডে মাঠে নেমেছিল। মাঠের বাইরের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে অবশ্য লুটনের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্লুজরা। কিন্তু আব্রমোভিচের হতাশাজনক ঘোষণা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না থমাস টাচেলসহ তার শিষ্যরা।
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের মুখে ব্রিটিশ সরকার হয়তোবা তাকে শাস্তি দিতে পারে- এই শঙ্কা থেকেই আব্রামোভিচ চেলসির মালিকানা বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হয় রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে আব্রামোভিচের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
স্ট্যামফোর্ড ব্রীজে ১৯ বছরের আব্রামোভিচ রাজত্বে চেলসি ১৯টি বড় শিরোপা জয় করেছে। আব্রামোভিচ অবশ্য নিজেই স্বীকার করেছেন চেলসির চাবি তুলে রাখা তার জন্য সত্যিই কঠিন একটি সিদ্ধান্ত।
আব্রামোভিচ যুগের অবসান অবশ্য চেলসি জয় দিয়েই করেছে। বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর গোলে চেলসির জয় নিশ্চিত হয়। এর আগে দ্বিতীয় টায়ারের দল লুটনের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ব্লুজরা। আব্রামোভিচের আগ্রহেই গত বছর ইন্টার মিলান থেকে ক্লাব রেকর্ড ৯৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিলেন লুকাকু। রোববার ওয়েম্বলিতে লিভারপুলের বিপক্ষে লিগ কাপের ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হবার পর কালকের ম্যাচটিতে জয়টা জরুরী ছিল চেলসির। কিন্তু কেনিলওয়ার্থ রোডে ম্যাচের শুরুতেই আব্রামোভিচের ঘোষনায় পুরো দল মুষড়ে পড়ে। ম্যাচ শুরুর আগেই চেলসির সফরকারী সমর্থকরা আব্রামোভিচের সমর্থনে সোচ্চার ছিল।
কতটা শঙ্কা নিয়ে যে চেলসি মাঠে নেমেছিল তার প্রমাণ মাঠেই পাওয়া গেছে। ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই রেসি বুরকের হেডে কেপা আরিজারালাগা পরাস্ত হলে এগিয়ে যায় চেলসি। ২৭ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সাওল নিগুয়েজের গোলে সমতায় ফিরে টাচেলের দল। অ্যাথলেটিকো মাদ্রিত থেকে আগস্টে ধারে লন্ডনে আসার পর এটাই নিগুয়েজের প্রথম গোল। ৪০ মিনিটে মালাং সারের অফসাইড ট্র্যাক ভেস্তে দিয়ে কার্লোস মেনডেসের পাসে হ্যারি কোরনিক লুটনকে আবারো এগিয়ে দেন। ৬৮ মিনিটে রুবেন লফটাস-চিকের দুর্দান্ত হাই পাস নিয়ন্ত্রনে নিয়ে চেলসিকে সমতায় ফেরান টিমো ওয়ার্নার। গত আট ম্যাচে এটি ওয়ার্নারের প্রথম গোল। ৭৮ মিনিটে ওয়ার্নারের ক্রস থেকে লুকাকু দলের জয় নিশ্চিত করেন। মৌসুমে এটি লুকাকুর ১১তম গোল।
দিনের আরেক ম্যাচে টাকুমি মিনামিনোর জোড়া গোলে অ্যানফিল্ডে নরউইচ সিটিকে ২-১ গোলে পরাজিত করে শেষ আটে পৌঁছে গেছে লিভারপুল। এর মাধ্যমে মৌসুমে কোয়াড্রাপল জয়ের পথে আরো একধাপ অগ্রসর হলো রেডসরা। ডিভোক ওরিগির পাসে দুর্দান্ত ফিনিশিংয়ে জাপানীজ ফরোয়ার্ড মিনামিনো ২৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেয়। ৩৮ মিনিটে মিনামিনো আবারো গোল করেন। ৭৬ মিনিটে লুকাস রুপ নরউইচের হয়ে এক গোল করলেও তা শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।
সপ্তাহের শেষে চেলসিকে হারিয়ে লিগ কাপ ঘরে তোলার পর লিভারপুল প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা জয়ের টিকে আছে।
Rent for add