নিজস্ব প্রতিবেদক : ২ মার্চ ২০২২, বুধবার, ২০:৩৩:৫৪
মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার আগে জাতীয় ফুটবল দল অনুশীলনের সুযোগ পাচ্ছে মাত্র তিন দিন। এই তিন দিন নতুন কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা জামাল ভূঁইয়াদের অনুশীলন করাবেন দেশের নতুন ফুটবল ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়।
১৯, ২০ ও ২১ মার্চ-এই তিন জাতীয় দলের অনুশীলনের জন্য বসুন্ধরা কিংসের কাছে তাদের মাঠ চেয়েছিল বাফুফে। বসুন্ধরা কিংস সানন্দে বাফুফের আবেদনে সাড়া দিয়েছে।
জাতীয় ফুটবল দল ২২ মার্চ যাবে মালদ্বীপ। সেখানে ২৪ মার্চ স্বাগকিদের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফিরবে জামাল ভূঁইয়ারা। দেশে ফিরে সরাসরি ক্যাবরেরা শিষ্যদের নিয়ে যাবেন সিলেটে। সেখানে ২৯ মার্চ বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মঙ্গোলিয়ার বিপক্ষে।
Rent for add