: ২৮ ফেব্রুয়ারি ২০২২, সোমবার, ২০:৪৯:৫০
বসুন্ধরা কিংস আর শেখ রাসেল ক্রীড়া চক্র দুই দলেরই হোমভেন্যু বসুন্ধরা অ্যারেনা। দুই দল সোমবার মুখোমুখি হয়েছিল নিজেদের ভেন্যুতে।
সে লড়াইয়ে শেষ হাসি বসুন্ধরা কিংসের। শেখ রাসেল ক্রীড়া চক্রকে তারা হারিয়ে দিয়েছে ১-০ গোলে। ঘরের মাঠে এটি বসুন্ধরা কিংসের টানা তৃতীয় জয়। যদিও এই ম্যাচে বসুন্ধরা অ্যারেনা ছিল শেখ রাসেলের হোমভেন্যু।
নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে অঘটনের শিকার হয়ে ম্যাচটি হেরেই গিয়েছিল বসুন্ধরা কিংস। তবে এরপর আর বর্তমান চ্যাম্পিয়নরা পেছনে ফিরে তাকায়নি। টানা ৫ জয়ে কিংসরা ফিরে পেলো পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান। ৬ ম্যাচে তাদের ঝুলিতে ১৮ পয়েন্ট।
জয়টি অবশ্য সহজে পায়নি বসুন্ধরা কিংস। স্বাগতিক দলটির বিপক্ষে তাদের জিততে হয়েছে পেনাল্টি গোলে। খেলা বাকি যখন ৭ মিনিট তখন পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড ব্রাজিলের রবসন রবিনহো কোন ভুল করেননি- স্পট কিকে গোল করে দলকে এগিয়ে দেন। বাকি সময় ওই গোল ধরে রেখেই মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের শিষ্যরা।
শেখ রাসেল ক্রীড়া চক্রের জন্য প্রিমিয়ার লিগটা ভালো যাচ্ছে না। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র আর সাইফের বিপক্ষে বিতর্কিত পেনাল্টি গোলে জয়ের পর টানা তিন ম্যাচ হারলো ব্লুজরা। ৫ পয়েন্ট নিয়ে সাইফুল বারী টিটুর দল এখন টেবিলের ৮ নম্বরে।
Rent for add