বাসস : ১৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ১৮:৪৯:৪২
শেষ ১৬’র প্রথম লেগে স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। লিসবনের হোসে আলভালডে স্টেডিয়ামে জোড়া গোল করেছেন বার্নান্ডো সিলভা।
আগামী ৯ মার্চ ম্যানচেস্টারে দ্বিতীয় লেগের ম্যাচে পর্তুগীজ চ্যাম্পিয়নরা অতি বিস্ময়কর কিছু না করলে শেষ আটে খেলা প্রায় নিশ্চিত পেপ গার্দিওলার দলের।
রিয়াদ মাহারেজের ৭ মিনিটের প্রথম গোলের পর সিলভা ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। ৩২ মিনিটে ফিল ফোডেনের গোলে ব্যবধান ৩-০ হয়। নিজের বাড়িতে ফেরার ম্যাচে পর্তুগীজ ফরোয়ার্ড সিলভা প্রথমার্ধের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন।
বিরতির পর রাহিম স্ট্রার্লিংয়ের গোলে সিটিজেনদের বড় জয় নিশ্চিত হয়।
এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকলো সিটি। এর মধ্যে রয়েছে ১২টি জয়। চ্যাম্পিয়ন্স লিগে এখনো সিটির সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
কিন্তু ইউরোপীয়ান যেকোন ম্যাচে এত বড় জয় নি:সন্দেহে দলের আত্মবিশ্বাস বহুগুনে বাড়িয়ে দেয়। অন্য দলগুলোও এই ধরনের ফলাফলে কিছুটা হলেও নড়েচড়ে বসবে।
Rent for add