নিজস্ব প্রতিবেদক : ৮ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ২০:০৯:৫৯
জুয়ায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কয়েকদিন আগে আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি মিনহাজসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে আজীবন নিষিদ্ধ করেছিল ফিফা।
এবার ক্লাবটির খেলোয়াড় রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ক্লাবের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছর ক্লাবটির দায়িত্ব পালন করা ব্রাজিলিয়ান কোচ ডগলাস সিলভা সান্তোসের পাওনা পরিষদ না করার কারণে।
কোচ ডগলাস আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ১৫ হাজার ১৯৭ মার্কিন ডলার পাবে বলে ফিফার কাছে অভিযোগ করেছিলেন। এই অর্থের সঙ্গে ৪৫ দিনের সুদসহ আরামবাগকে পরিশোধ করতে বলেছিল ফিফা।
ফিফার এই নিষেধাজ্ঞার ফলে আরামবাগ ক্রীড়া সংঘ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন ও ট্রান্সফার করতে পারবে না। এ নির্দেশ ৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে কার্যকর হবে।
এই সিদ্ধান্ত কার্যকরের জন্য ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নির্দেশনা দিয়েছে ফিফা।
Rent for add