ফুটবল ছেড়ে এবার তিনি কোচের দায়িত্বে

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বার্সেলোনা ও আর্সেনালের সাবেক অভিজ্ঞ ডিফেন্ডার থমাস ভারমালেন। খেলোয়াড়ী জীবন শেষে তিনি নিজ দেশের জাতীয় দলের কোচিং স্টাফ দলে যোগ দিচ্ছেন বেলজিয়ামন ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে।

৩৬ বছর বয়সী এই বেলজিয়ান বার্সেলোনা ছাড়ার পর আড়াই বছরের চুক্তিতে জাপানীজ ক্লাব ভিসেল কোবে যোগ দিয়েছিলেন। এই মৌসুমেই তার সাথে জাপানীজ ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। বার্সেলোনা ছাড়াও ভারমালেন আয়াক্স, আর্সেনাল ও রোমায় খেলেছেন। বেলজিয়াম জাতীয় দলে তিনি কোচ রবার্তো মার্টিনেজের সহকারী হিসেবে কাজ করবেন।

মার্টিনেজ বলেছেন, ‘ক্লাব ক্যারিয়ারে তার যে অসাধারণ অভিজ্ঞতা রয়েছে সেটা কোচিংয়ে কাজে আসবে। টেকনিক্যাল স্টাফ হিসেবে তাকে দলে পাওয়াটা সত্যিই সৌভাগ্যের। বেলজিয়াম জাতীয় দলের জার্সি গায়ে ভারমালেন ৮৫টি ম্যাচ খেলে দুই গোল করেছেন।

কাতার বিশ্বকাপকে সামনে রেখে সাবেক জাতীয় দলের সতীর্থ মার্টিনেজকে সহায়তা করবেন ভারমালেন। বড় টুর্নামেন্টে ব্যর্থতা কাটিয়ে বেলজিয়ামের স্বর্ণালী প্রজন্ম হিসেবে পরিচিত বর্তমান দলটি কাতারে ভাল কিছুর প্রত্যাশা করছে। ভারমালেনও এই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত।

তার উপর থিবাট কুর্তোয়া, কেভিন ডি ব্রুইনা, এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুর মত খেলোয়াড়রা বেলজিয়ামকে বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। ২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়াম সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। গত বছর ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে ইতালির কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। অক্টোবরে নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সের মোকাবেলা করবে মার্টিনেজের দল। এই টুর্নামেন্টেও বেলজিয়ামকে ফেবারিট হিসেবেই ধরা হচ্ছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent