নিজস্ব প্রতিবেদক : ১৬ জানুয়ারি ২০২২, রবিবার, ১২:০৬:২১
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ জাভিয়ের কাবরেরা শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন। স্প্যানিশ কোচকে গত সপ্তাহে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রাথমিকভাবে এক বছরের জন্য কাবরেরাকে নিয়োগ দিয়েছে বাফুফে। জেমি ডে’র স্থলাভিষিক্ত হলেন তিনি।
জাভিয়ের কাবরেরা স্প্যানিশ দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল একাডেমির কোচ হিসেবে কাজ করেছেন। তার আগে নর্থ ভার্জিনিয়ার বার্সেলোনা একাডেমির কোচ ছিলেন তিনি। এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দুই বছর।
ভারতে লা লিগা একাডেমিরও দায়িত্বে ছিলেন তিনি। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ স্পেনের দ্বিতীয় বিভাগের দল রায়ো মাহাদাহোন্দোরও দায়িত্ব পালন করেছেন এক সময়।
Rent for add