করোনার কবলে বার্নলি-লিস্টার ম্যাচ

করোনার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আবারো স্থগিত করা হয়েছে প্রিমিয়ার লিগের একটি ম্যাচ। এবার স্থগিত করা হয়েছে বার্নলি বনাম লিস্টার সিটির মধ্যকার ম্যাচটি।

করোনা ও ইনজুরি মিলিয়ে পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় বার্নলির অনুরোধে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় লিগ কর্তৃপক্ষ। লিগের এক বিবৃতিতে বলা হয়েছে বার্নালিতে ১৩ জন খেলোয়াড় ও একজন গোলরক্ষক না থাকায় ক্লাবটির আবেদনের প্রেক্ষিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

করোনার নতুন ধরণ ওমিক্রসে বিপর্যস্ত ইংল্যান্ডের ফুটবল ক্যালেন্ডারও দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। করোনার কারণে এ নিয়ে সর্বমোট ২০টি ম্যাচ স্থগিত করা হলো।

এবারের মৌসুমে রেলিগেশন জোনে থাকা বার্নলি মাত্র ১৭টি ম্যাচ খেলেছে। অন্য দলগুলোর থেকে এখনো তারা চারটি ম্যাচ পিছিয়ে আছে। টেবিলের মাঝামাঝিতে থাকা লিস্টার খেলেছে ১৮টি ম্যাচ।

এর আগে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছিল কোভিড আক্রান্তের সংখ্যা আগের দুই সপ্তাহের তুলনায় কমেছে। ৩-৯ জানুয়ারি পর্যন্ত করা পরীক্ষায় ৭২টি নতুন পজিটিভ কেস ধরা পড়েছে। আগের সপ্তাহে যা ছিল ৯৪টি।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent