নাপোলি ছেড়ে টরন্টোয় যাচ্ছেন ইনসিগনে

নাপোলি থেকে আগামী ১ জুলাই মেজর লিগ সকারের ক্লাব টরন্টো এফসিতে যোগ দিচ্ছেন ইতালিয়ান অভিজ্ঞা স্ট্রাইকার লোরেঞ্জো ইনসিগনে। কানাডিয়ান ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে। চলতি মৌসুমের শেষে চার বছরের চুক্তিতে ইনসিগনে টরন্টোতে যোগ দিতে যাচ্ছেন।

৩০ বছর বয়সী এই নাপোলি অধিনায়ক জুনে সিরি-এ ক্লাবটির সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর এমএলএস মৌসুমের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে যাবেন। ইংল্যান্ডের বিপক্ষে জুলাইয়ে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে জয়ী হয়ে শিরোপা জিতেছিল ইতালি। ইনসিগনে আজ্জুরিদের ঐ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

টরন্টো এফসির সভাপতি বিল ম্যানিং বলেছেন, ‘এটা আমাদের ক্লাবের জন্য একটি ঐতিহাসিক দিন। লোরেঞ্জো একজন বিশ্বমানের অ্যাটাকিং খেলোয়াড়। ইতালির হয়ে সে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন। ক্লাব ক্যারিয়ারেও সে বড় বড় মঞ্চে খেলেছে। ম্যাচ পরিবর্তন করার মত ক্ষমতা তার মধ্যে রয়েছে। সব সময়ই সে প্রতিটা ম্যাচ উপভোগ করে। তাকে দেখার জন্য আমাদের ভক্ত-সমর্থকরা মুখিয়ে আছে।‘

আগের পাঁচ মৌসুমে তিনবার এমএলএস কাপের ফাইনালে খেলা টরন্টো গত মৌসুমে প্লে-অফ খেলতে পারেনি। ২০১৭ সালে শিরোপা জিতলেও কানাডিয়ান ক্লাবটি ২০১৬ ও ২০১৯ সালে ফাইনালে পরাজিত হয়েছিল।

ইতালিয়ান সতীর্থ সেবাস্তিয়ান গিওভিনকোর পদাঙ্ক অনুসরণ করেই ইনসিগনে টরন্টোতে যোগ দিলেন। ২০১৫-২০১৯ সাল পর্যন্ত জুভেন্টাস ছেড়ে টরন্টোতে খেলেছেন গিওভিনকো।

নাপোলির হয়ে ৪১৬ ম্যাচে ১১৪ গোল করা ছাড়াও ইনসিগনে জাতীয় দলের জার্সি গায়ে ৫৩ ম্যাচে করেছেন ১০ গোল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে তিনি ইতালিকে প্রতিনিধিত্ব করেছেন।

টরন্টো কোচ বব বার্ডলি বলেছেন, ‘আমরা ইনসিগনের অপেক্ষায় আছি। নিজের এবং একই সাথে সতীর্থদের জন্য সুযোগ তৈরী করে দেবার তার অসাধারন ক্ষমতা আছে। দীর্ঘদিন ধরে তার খেলা আমি উপভোগ করেছি। আমি জানি সে এমন একজন খেলোয়াড় যে দলের প্রয়োজনে খেলে থাকে। লোরেঞ্জো এমন মানের খেলোয়াড় যার খেলা দেখতে দর্শক মাঠে আসে। কারণ সবসময়ই সে এমন কিছু করে থাকে যা কখনই ভোলার নয়।’

ইনসিগনে দলে যোগ দেবার পর টরন্টো প্রথম ম্যাচে ঘরের মাঠে আগামী ২ জুলাই সিটলের বিপক্ষে মাঠে নামবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent