বাসস : ৮ জানুয়ারি ২০২২, শনিবার, ০:৩১:৫৬
জুভেন্টাসকে ১-১ গোলে রুখে দিয়ে বৃহস্পতিবার সিরি এ লিগের শিরোপা জয়ের দৌঁড়ে বেশ ভালভাবে টিকে থাকল নাপোলি। এদিন হাইভোল্টেজ এই ম্যাচটিকে ছাপিয়ে ইতালীয় ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিল করোনা সংক্রমণের উর্ধ্বগতি। কারণ এর জন্য লিগের ভবিষ্যৎ ঝুলে আছে শংকার মধ্যে।
তুরিনের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ২৩ মিনিটে গোল করে নাপোলিকে এগিয়ে দেন দ্রিয়েস মার্টেন্স। তবে বিরতি থেকে ফেরার আট মিনিট পর ফেদেরিকো চিয়েসার ডিফ্ল্যাক্টেড শটে সমতা ফিরে পায় স্বাগতিক জুভেন্টাস।
বর্তমানে টেবিল টপার ইন্টার মিলানের চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে আছে নাপোলি। এর আগে বোলনিয়ায় খেলার কথা ছিল ইন্টারের। তবে কেরোনা সংক্রমণের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ায় পরিত্যক্ত হয় ম্যাচটি।
এদিকে এই ড্রয়ে তালিকার চতুর্থ স্থানে থাকা আটালান্টাকে চাপে ফেলার সুযোগও হাতছাড়া করেছে জুভেন্টাস। বর্তমানে আটালান্টার চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে তারা। করোনার কারণে ওই রাতে তুরিনোর বিপক্ষে আটালান্টার ম্যাচও বাতিল হয়েছে। একই সঙ্গে বাতিল হয়েছে সালেরনিতানা বনাম ভেনেজিয়া ও ফিওরেন্টিনা বনাম উদিনেসের ম্যাচ।
খেলা শেষে জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেম,‘ম্যাচটিকে আমাদের ইতিবাচক দৃস্টিতে দেখতে হবে। কারণ অন্তত একটি পয়েন্ট হলেও অর্জিত হয়েছে।’
এদিকে সানসিরোতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইন্টার মিলানের নগর প্রতিপক্ষ এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে রোমাকে। শুরুর দিকে অলিভার গিরুদ ও জুনিয়ার মেসিয়াসের দুই গোলের পর শেষভাগে মিলানের হয়ে তৃতীয় গোলটি করেন রাফায়েল লেয়াও। রোমার পক্ষে বিরতিতে যাবার ৫ মিনিট আগে একমাত্র গোলটি করেছেন আব্রাহাম।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সিরি এ লিগের অন্য ম্যাচে কাগলিয়ারি ২-১ গোলে সাম্পদোরিয়াকে এবং ভেরোনা ২-১ গোলে স্পেজিয়াকে পরাজিত করেছে। এছাড়া ল্যাৎসিও বনাম এম্পোলির ম্যাচ ৩-৩ গোলে এবং সাসাউলো বনাম জেনোয়ার ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
Rent for add