প্রথম ম্যাচে মুখোমুখি কিংস-স্বাধীনতা ক্রীড়া সংঘ

ফেডারেশন কাপ শুরু হচ্ছে শনিবার

নতুন ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর শনিবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ। সাধারণত ফেডারেশন কাপ দিয়ে মৌসুম মাঠে গড়ালেও এবার দেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রথম আয়োজন করা হয়েছিল স্বাধীনতা কাপ।

দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের ড্র ও লোগো উন্মোচণ করা হয়েছে বৃহস্পতিবার। বাফুফে ভবনে লোগো উন্মোচণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এবারের ফেডারেশন কাপের পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে হচ্ছে ফেডারেশন কাপ। লটারির মাধ্যমে দলগুলোকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে লিগ ভিত্তিক খেলা শেষে চার গ্রুপের ৮ দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

গ্রুপিং

‘এ’ গ্রুপ: বসুন্ধরা কিংস, মোহামেডান ও স্বাধীনতা ক্রীড়া সংঘ।
‘বি’ গ্রুপ: আবাহনী, শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব।

‘সি’ গ্রুপ: সাইফ এসসি, চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুুলিশ এফসি।
‘ডি’ গ্রুপ: শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent