বাসস : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ২:১৭:২৬
সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের মূল একাদশে সুযোগ পেয়েছিলেন এডেন হ্যাজার্ড। কিন্তু বেলজিয়ান এই অধিনায়কের ফেরার দিনে তলানির দল কাডিজের সঙ্গে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।
টানা ১১তম জয়ের লক্ষ্যে খেলতে নেমে সান্তিয়াগো বার্নাব্যুতে গোল শূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে স্বাগতিকদের।
বেশ কিছু কোভিড পজিটিভ টেস্ট আসায় কোচ কার্লো আনচেলত্তি অনেকটা বাধ্য হয়েই হ্যাজার্ডকে মূল একাদশে নামান। কিন্তু অপ্রতিরোধ্য কাডিজের বিপক্ষে হ্যাজার্ড আনচেলত্তিকে কোন সুখবর দিতে পারেননি।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, শেষ ভাগে আমাদের মধ্যে ছন্দহীনতা দেখা গেছে। কিন্তু তারপরেও আমরা ভাল খেলেছি। কাডিজের রক্ষণভাগে কোন জায়গা আজ আমরা খুঁজে পাইনি। এই ধরনের ম্যাচেই আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে থাকি।
এই ড্রয়ে লা লিগা টেবিলে মাদ্রিদের শীর্ষস্থানের ব্যবধান আট থেকে ছয় পয়েন্টে নেমে এসেছে।
Rent for add