বাসস : ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার, ১৯:২০:৩৭
রোমেলু লুকাকু, টিমো ওয়ার্নার, কালুম হাডসন ওডুই ও ইনজুরিতে থাকা বেন চিলওয়েল করোনায় আক্রান্ত হয়েছেন বলে চেলসি বস থমাস টাচেল নিশ্চিত করেছেন।
করোনায় থাবায় আক্রান্ত চেলসি বৃহস্পতিবার এভারটনের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে। এর ফলে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের থেকে শিরোপা দৌঁড়ে আরো পিছিয়ে গেছে দলটি।
এর আগে মিডফিল্ডার মাতেও কোভাচিচ সম্প্রতি ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠলেও কোভিড-১৯ পজিটিভ হওয়ায় আইসোলেশনে আছেন।
টাচেল বলেন, ‘এরপরও আমাদের দল শক্তিশালী। এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হবে। দলে যারা আছে তাদের দিকে এখন গুরুত্ব দিতে হবে।’
Rent for add