ইউনাইটেড ও অ্যাস্টন ভিলায় করোনার হানা

এবার করোনা ভাইরাস হানা দিয়েছে প্রিমিয়ার লিগের আরো দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলায়। রোববার ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

বিবিসি সূত্রে জানা গেছে রোববার ইউনাইটেডের বেশ কিছু খেলোয়াড় ও স্টাফের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। এ কারণে মঙ্গলবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইউনাইটেডের প্রিমিয়ার লিগের ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে কেশ কিছু পজিটিভ কেস হওয়ায় ভিলা রোববারের অনুশীলন সেশন বাতিল করেছে। সূত্রমতে জানা গেছে এখনো পর্যন্ত ভিলার একজন খেলোয়াড় আক্রান্ত হলেও বেশ কিছু গ্রাউন্ড স্টাফের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে।

এর আগে টটেনহ্যামের ১৩ জন খেলোয়াড় ও স্টাফ করোনা পজিটিভ হওয়ায় ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি বাতিল করা হয়। একই কারণে রেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় স্পার্সরা ইউরোপা কনফারেন্স লিগ থেকে ছিটকে পড়েছে। লিস্টার সিটিতেও সাতজন খেলোয়াড় করোনা পজিটিভ হবার খবর পাওয়া গেছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent