বাসস : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, ১:১২:৫৯
ধুকতে থাকা নরউইচ সিটি বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টিতে ৭৫ মিনিটে দলটির জয় নিশ্চিত হয়।
বরখাস্তকৃত কোচ ওলে গানার সুলশারের স্থলাভিষিক্ত রাংনিকের অধীনে এ নিয়ে টানা দুই লিগ ম্যাচে জয় তুলে নিয়ে রেড ডেভিলসরা। যদিও ম্যাচের লম্বা সময় ধরে গোলের অপেক্ষায় থাকতে হয়েছে ইউনাইটেডকে।
এর মাঝে গোলরক্ষক ডেভিড ডি গিয়া বেশ কয়েকবার দুর্দান্ত কিছু সেভ করে সফরকারীদের রক্ষা করেছেন। আগস্টে জুভেন্টাস থেকে যোগ দেবার পর এ নিয়ে ইউনাইটেডের জার্সি গায়ে ১৩ গোল করলেন রোনালদো।
প্রিমিয়ার লিগ টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে আছে রাংনিকের দল। চতুর্থ স্থানে থাকা ওয়েস্ট হ্যামের সাথে তারা সমান ২৭ পয়েন্ট অর্জন করেছে।
Rent for add