চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সা

বায়ার্ন মিউনিখের কাছে শেষ ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয়ে ২০ বছরের ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা।

৩৪ মিনিটে থমাস মুলারের হেডে এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। বিরতির ঠিক আগে লেরয় সানের শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ হয়। ৬২ মিনিটে জামাল মুসিয়ালা দলের হয়ে তৃতীয় গোলটি করলে বার্সেলোনার সব আশা শেষ হয়ে যায়।

তবে ম্যাচগুলোতে বেনফিকা, লিলি ও রেড বুল সালজবার্গ জয়ী হয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে।

এদিকে শেষ মুহূর্তে গোল হজম করে জেনিত সেইন্ট পিটার্সবার্গের সাথে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে চেলসি। এর ফলে তারা গ্রুপ-এইচ‘র রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠল। মালমোকে শেষ ম্যাচে ১-০ গোলে পরাজিত করে চেলসির থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ১৬ নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

গ্রুপ-এফ’র শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ইয়ং বয়েজের সাথে ১-১ গোলে ড্র করেছে। যদিও এই ম্যাচের আগেই গ্রুপ সেরা হিসেবে ইউনাইটেডের শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে এই গ্রুপের রানার্সআপ দল বাছাইয়ে বৃহস্পতিবার মাঠে নামার কথা ছিল আটালান্টা ও ভিয়ারিয়ালের। কিন্তু ইতালির উত্তরাঞ্চলে প্রচন্ড তুষারপাতের কারণে আটালান্টার জুইয়িস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

গ্রুপ-ই’র দ্বিতীয় দল হিসেবে বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে আলিয়াঁজ এরিনাতে মাঠে নেমেছিল বার্সেলোনা। পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিলনা বার্সার। গ্রুপের আগের পাঁচ ম্যাচেই জয়ী হয়ে এক ম্যাচ হাতে রেখে শীর্ষ দল হিসেবে নক আউট পর্বে যাওয়া বায়ার্নের সামনে কোনদিক থেকেই প্রতিরোধ গড়তে পারেনি জাভি হার্নান্দেজের বার্সেলোনা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent