শনিবার ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

শনিবার ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। অংশ নেবে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান ও শ্রীলংকা।

বাফুফে ভবনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, দলনেতা জাকির হোসেন চৌধুরী, ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, কোচ গোলাম রব্বানী ছোটন।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের এটা প্রথম আসর। এর আগে এই টুর্নামেন্ট হয়েছিল অনূর্ধ্ব-১৮ বয়সের। ২০১৮ সালের পর আর টুর্নামেন্ট হয়নি করোনার কারণে। তাই সাফ অনূর্ধ্ব-১৯ করেছে টুর্নামেন্টটি।

শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দেশের এই টুর্নামেন্ট। প্রথম দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে।

মারিয়া মান্ডা বলেছেন, ‘বিগত দিনে আমরা যে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছি, সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা খেলে দর্শকদের আনন্দ দিতে চাই এবং চ্যাম্পিয়ন হতে চাই।’

সহ অধিনায়ক আঁখি খাতুনের বক্তব্যও তাই, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হতে চাই।’

বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হতে পারবে? কোচ কী বলেন? গোলাম রব্বানী ছোটনের কথা, ‘সেপ্টেম্বরের ৩০ তারিখ থেকে আমরা অনুশীলন করছি। উজবেকিস্তানে আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলেছিলাম। তারপর থেকে আমাদের ডেভেলপমেন্ট কার্যক্রম চলছে। ঘরের মাঠের এই টুর্নামেন্টে আমাদের মেয়েরা ভালো খেলে দর্শকদের আনন্দ দেবে এবং চ্যাম্পিয়ন হবে বলেই বিশ্বাস করি।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent