রিয়ালের জয়ের দিনে হারল বার্সেলোনা-অ্যাথলেটিকো

রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ আরো এগিয়ে গেল। যদিও ম্যাচ শেষে করিম বেনজেমার ইনজুরি নিয়ে দু:শ্চিন্তায় পড়েছে গ্যালাকটিকোরা।

কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে হয়ত খেলা হচ্ছে না বেনজেমার। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচের আগে তিনি দলে ফিরে আসবেন।

টানা আট ম্যাচে জয়ী হয়ে মাদ্রিদ দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।

এদিকে মাদ্রিদের জয়ের দিনে হোঁচট খেয়েছে দুই প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। মায়োর্কার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো। অপরদিকে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে বার্সেলোনা। নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে এটাই বার্সার প্রথম পরাজয়।

এই পরাজয়ে লা লিগা টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে বার্সেলোন। রিয়াল মাদ্রিদের থেকে তাদের দূরত্ব এখন ১৬ পয়েন্ট। বার্সার থেকে ছয় পয়েন্ট এগিয়ে ও রিয়ালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে অ্যাথলেটিকো টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে।

দিনের আরেক ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে পরাজিত করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। রামোন সানচেজ পিজুয়ানে প্রথমার্ধে জয়সূচক গোল করেন লুকাস ওকামপোস।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent