সালাহকে নিয়ে ডেজানের উপহাস

প্যারিসে সদ্যসমাপ্ত ব্যালন ডি’অর বিজয়ের উৎসবে লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ সপ্তম হয়েছেন। মিশরীয় তারকার ‘বিতর্কিত’ সপ্তম অবস্থানকে উপহাস করে টুইট করেছেন তার সাবেক সতীর্থ ডেজান লভরেন।

বুধবার অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে মার্সিসাইডের হয়ে জোড়া গোল করেন সালাহ। এতে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। বর্ষসেরার পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাত্র কয়েকদিন পর সালাহর ওই অসাধারণ নৈপূণ্যে প্রদর্শনকে উপস্থাপন করে ডেজান লিখেছেন,‘ এভাবে দক্ষতা প্রদর্শন করতে থাকলে ফরাসী ফুটবল ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের সময় তোমাকে ষষ্ঠ অবস্থানে পৌঁছে দিবে।’

ফরাসী ফুটবলের ওই পুরস্কারকে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। তারা ফুটবলারদের দক্ষতা অনুযায়ী সেখানে অবস্থান নির্ধারণ করে থাকেন।

গোলের পর গোল করে অসাধারণ একটি বছর কাটানোর পরও লিওনেল মেসি, রবার্ট লিওয়ানদোস্কি, জর্জিনহো, করিম বেনজেমা ও এনগোলে কনটের মত তাদেরকে বিষ্মিত করতে ব্যর্থ হয়েছেন লিভারপুলের তারকা সালাহ।

ডেজানের ওই টুইটারটি নিমিষেই ছড়িয়ে পড়ে সর্বত্র। এই সুযোগে বিপুল সংখ্যক ভক্ত ফরাসী ফুটবলের চূড়ান্ত তালিকাকে উপহাস করার সুযোগ কাজে লাগায়।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent