নিজস্ব প্রতিবেদক : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ২০:৪২:০৯
স্বাধীনতা কাপ দিয়ে শনিবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। ১৫ দল নিয়ে হবে এবারের মৌসুমসূচক টুর্নামেন্ট। প্রিমিয়ার লিগের ১২ দলের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। এবারের স্বাধীনতা কাপ ফুটবলের পৃষ্ঠপোষক রিভাইরা কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লি.।
মঙ্গলবার হয়ে গেলো স্বাধীনতা কাপের ড্র। বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো বড় দলগুলো পড়েছে সহজ গ্রুপে। একই অনুষ্ঠানে বাফুফে টুর্নামেন্টের লোগোও উন্মোচণ করেছে।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও স্পন্সর প্রতিষ্ঠান রিভাইরা কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লি.এর প্রধান নির্বাহী পরিচালক সৈয়দ রিয়াজুল করিম।
২০১৮ সালের সবশেষ স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন কিংস ‘ডি’ গ্রুপে প্রতিপক্ষ পেয়েছে চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনীকে। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, স্বাধীনতা ক্রীড়া সংঘ কারোরই অভিজ্ঞতা নেই ফাইনাল খেলার।
প্রতিযোগিতার সবচেয়ে সফল দল মোহামেডান সবশেষ শিরোপা জিতেছে ২০১৪ সালে। তিনবারের চ্যাম্পিয়নরা এবার ‘সি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাইফ স্পোর্টিং, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বাংলাদেশ সেনাবাহিনীকে। মোহামেডানের বাইরে এ গ্রুপ থেকে কেবল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শিরোপাটি একবার জিতেছে; ২০০৫ সালে।
স্বাধীনতা কাপে কারা কোন গ্রুপে
গ্রুপ ‘এ’: আবাহনী লিমিটেড, রহমতগঞ্জ, স্বাধীনতা সংঘ।
গ্রুপ ‘বি’: শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল, উত্তর বারিধারা, বিমানবাহিনী।
গ্রুপ ‘সি’: সাইফ স্পোর্টিং, মোহামেডান স্পোর্টিং, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রুপ ‘ডি’: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী।
Rent for add