বাসস : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ১৮:২৯:০৩
বাছাইপর্বের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সান মারিনোর বিপক্ষে ড্র করলেই ইংল্যান্ডের কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো।
কিন্তু সোমবার রাতে গ্রুপ-আই’র শেষ ম্যাচে তলানির দল সান মারিনোকে কোন ছাড় দেয়নি গ্যারেথ সাউথগেটে দল। গুণে গুণে ১০ গোল দিয়ে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়েই কাতারের টিকিট পেয়েছে ইংলিশরা। বাছাইপর্বে এটিও একটি বড় জয়ের রেকর্ড।
১৯৬৪ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের পর এই প্রথম প্রতিপক্ষের জালে ১০ গোল দিল ইংল্যান্ড। কোন প্রতিযোগিতামূলক ম্যাচে থ্রি লায়ন্সদের এটাই সবচেয়ে বড় জয়। ম্যাচে অধিনায়ক হ্যারি কেন হ্যাটট্রিকসহ করেছেন চার গোল।
ইংল্যান্ডের জার্সি গায়ে কেন এ পর্যন্ত ১৬ গোল করেছেন, থ্রি লায়ন্সদের হয়ে এক ক্যালেন্ডার বছরে যা সর্বোচ্চ। এর আগে ১৯০৮ সালে জর্জ হিল্সডন ও ১৯২৭ সালে ডিক্সি ডিন ১২টি করে গোল করেছিলেন। ২৮ বছর বয়সী কেন এই গোলের মাধ্যমে গ্যারি লিনেকারের ৪৮ গোল স্পর্শ করেছেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ওয়েইন রুনি (৫৩) ও ববি চার্লটন (৪৯)।
বাছাইপর্বে ১০ ম্যাচে অপরাজিত থেকে কাতারের টিকিট পেয়েছে ইংল্যান্ড।
এই গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরির কাছে ২-১ গোলে পরাজিত হয়েও ইংল্যান্ডের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে পোল্যান্ড।
Rent for add