নিজস্ব প্রতিবেদক : ১৪ নভেম্বর ২০২১, রবিবার, ২১:১৮:৩৩
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৬ নভেম্বর বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে।
বাংলাদেশ সময় রাত ১০টায় গুরুত্বপূর্ণ এ ম্যাচটি কলম্বোর রেস কোর্স স্টেডিয়ামে শুরু হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল এ ম্যাচে জয় পেতে মরিয়া।
লঙ্কানদের বিপক্ষে জয় পেতে জামাল ভূঁইয়ারা বিশেষ কৌশলের পরিকল্পনা করছে। যে কারণে তাদের প্র্যাকটিস সেসনেও পরিবর্তন এসেছে।
আজ লাল-সবুজের দল স্থানীয় সময় দুপুর ১১:৪৫টা থেকে ১২:৩০টা পর্যন্ত হোটেল জিম ও সুইমিংপুল রিকভারি সেশন সম্পন্ন করেছে।প্র্যাকটিস সেশন সম্পূর্ণ করতে বাংলাদেশ রাত ৮টা থেকে ৯:৩০টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে।
Rent for add