আরো একজন ফরোয়ার্ড দলে ভিড়াতে চায় বার্সেলোনা

দল শক্তিশালী করার লক্ষ্যে বার্সেলোনার সামনে এখন জানুয়ারির শীতকালীন ট্রান্সফার উইন্ডো সেরা সুযোগ। গত সপ্তাহে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে অন্তত তিনটি বড় চুক্তি করতে চায় কাতালান জায়ান্টরা। বার্সেলোনার বর্তমান আর্থিক পরিস্থিতিতে সবকিছুই নির্ভর করছে চলমান দল থেকে কোন কোন খেলোয়াড় দলত্যাগ করে তার উপর।

তবে একটি বিষয় স্পষ্ট যে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে সামনে রেখে বার্সেলোনা দলে অন্তত একজন ভালমানের ফরোয়ার্ড অন্তর্ভূক্ত করবে। যদিও সে সম্পর্কে এখনই কোন ইঙ্গিত পাওয়া যায়নি। এ মুহূর্তে কোন ফরোয়ার্ডকে দলভূক্ত করাটা সহজ হবে তা নিয়ে ক্লাবের বোর্ড সদস্যরা দ্রুতই আলোচনায় বসতে যাচ্ছেন।

আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরো ও ডাচ স্ট্রাইকার লুক ডি জংকে দলে ভিড়িয়েও দীর্ঘদিন তাদের সার্ভিস পাচ্ছেনা বার্সেলোনা। যে কারণে একজন সেন্টার-ফরোয়ার্ড দলে ভিড়ানো জরুরী হয়ে পড়েছে। মূল তারকাদের অনুপস্থিতিতে ড্যানিশ ফরোয়ার্ড মার্টিন ব্রেথওয়েট কোন কোন সময় দলের হাল ধরছেন। কিন্তু নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না ব্রেথওয়েট।

বার্সেলোনা যদিও জানে উঁচু মানের কোন স্ট্রাইকারকে দলে ভেড়ানোর মত আর্থিক সঙ্গতি এ মুহূর্তে ক্লাবের নেই। যে কারণে ধারে খেলার মত কোন ফরোয়ার্ডের সন্ধানে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এখন থেকেই বড় কোন ক্লাবে নিয়মিত না খেলা স্ট্রাইকারদের তালিকা করার কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটির উইঙ্গার রাহিম স্টার্লিংয়ের কথা বেশ জোরোশোরে শোনা যাচ্ছে। সিটিতে খুব একটা নিয়মিত নন স্টার্লিং। আর এ বিষয়টি নিয়ে মোটেও সন্তুস্ট নন ইংলিশ এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত স্টার্লিং মাত্র ৩৭৬ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে খেলেছেন মাত্র চারটি পুর্ণাঙ্গ ম্যাচ। সিটির হয়ে আরো বেশি অবদান রাখতে চান স্টার্লিং। বার্সেলোনায় তিনি সেই সুযোগটা পাবেন বলে কাতালান জায়ান্টরা ইঙ্গিত দিয়েছে।

বার্সেলোনার বিবেচনায় আরো দুজন খেলোয়াড় রয়েছেন- এডিনসন কাভানি ও টিমো ওয়ার্নার। গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে কাভানির সাথে বেশ কয়েকবার আলোচনা করেছিল বার্সা। অভিজ্ঞতার নিরিখে একজন সত্যিকারের সেন্টার-ফরোয়ার্ড হিসেবে কাভানি নিজেকে প্রমাণ করেছেন। যদিও ৩৪ বছর বয়সী কাভানির জন্য বয়সটা একটা নেতিবাচক বিষয়। কিন্তু তা সত্বেও ছয় মাসের চুক্তিতে তিনি হতে পারেন দারুণ এক পছন্দ।

অন্যদিকে বার্সেলোনার দৃষ্টিতে অন্য সবার থেকে এগিয়ে আছেন চেলসির জার্মান ফরোয়ার্ড টিমো ওয়ার্নার। পশ্চিম লন্ডনের ক্লাবটিতে বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু আসার পর থেকে মূল দলে ওয়ার্নার তার জায়গা অনেকটাই হারিয়ে ফেলেছেন। এবারের মৌসুমে লিগে ওয়ার্নার মাত্র ৩৮৮ মিনিট খেলার সুযোগ পেয়েছেন।

সব মিলিয়ে একজন ফরোয়ার্ডের অভাব ভালভাবেই অনুভব করছে বার্সেলোনা। নতুন কোচ জাভি হার্নান্দেজ আসার পর থেকে ফরাসী তারকা ওসমানে ডেম্বেলের সাথে চুক্তি নবায়ণের বিষয়টি নিয়ে জোড় দিচ্ছেন। এ মুহূর্তে ফরোয়ার্ড লাইনে ডেম্বেলে ও তরুণ আনসু ফাতির ওপরই নির্ভর করতে হচ্ছে বার্সেলোনাকে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent