স্পোর্টস ডেস্ক : ১০ নভেম্বর ২০২১, বুধবার, ০:২৬:২৬
অবশেষে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দিলেন জাভি হার্নান্দেজ। সোমবার ক্যাম্প ন্যুতে হাজারো দর্শকদের সামনে ক্লাবটির নতুন কোচকে আজ উপস্থাপন করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত কাতালানদের সঙ্গে থাকছেন এ বার্সা কিংবদন্তি।
পুরনো ক্লাবে ফিরে সাবেক অনেক সতীর্থকে পেলেও পাচ্ছেন না লিওনেল মেসিকে। আর্থিক টানাপোড়নে চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছেড়েছেন এ আর্জেন্টাইন। তবে মেসিকে মিস করছেন জাভি। তাকে অনুশীলন করানোর ইচ্ছাটাও প্রকাশ করেন তিনি।
প্রথমবারের মতো ক্লাবের সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গ উঠতেই জাভি টেনে এনেছেন তার সাবেক আরও দুই সতীর্থদের কথা, ‘অবশ্যই আমি তাকে (মেসি) অনুশীলন করাতে চাই, এতো এবং রোনালদিনহোকেও।’
বার্সায় যোগ দেওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানালেন জাভি, ‘আমার সঙ্গে মেসির খুব ভালো বন্ধুত্ব রয়েছে। সে আমাকে শুভ কামনা জানিয়ে মেসেজ লিখেছে, সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং ক্লাবের ইতিহাসের সেরা। সে এখন আমাদের দলে নেই এবং তাদের নিয়ে ভাবতে পারি না যারা আমাদের দলে নেই।’
পুরনো ক্লাবে ফিরে না চাইলেও আবেগপ্রবণ হয়ে পড়েন জাভি, ‘সবাইকে ধন্যবাদ। আমি আবেগপ্রবণ হতে চাই না তবে এখানে এসে আমার গায়ের লোম খাড়া গেছে। এটা বিশ্বের অন্যতম বড় ক্লাব। আমি এখানে আপনাদের প্রত্যাশা পূরণে কঠিন পরিশ্রম করব। বার্সেলোনা ড্র কিংবা হার মেনে নেয় না। আমাদের সব ম্যাচ জিততে হবে।’
ক্লাবের খুব কঠিন অবস্থায় বার্সেলোনায় ফিরলেন জাভি। লা লিগায় ১১ ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ক্লাবটি। শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে ইতোমধ্যে ৯ পয়েন্টে পিছিয়ে গেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে আর একটি ম্যাচ হারলেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় তারা। তবে ক্লাবের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন বলে প্রত্যয় প্রকাশ করেন জাভি।
৪১ বছর বয়সী জাভি বার্সার সিনিয়র দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৭৬৭ ম্যাচ। দলটির হয়ে ১৭ বছর (১৯৯৮ থেকে ২০১৫) কাটিয়ে তিনি আটটি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ২৫টি শিরোপা। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে আল-সাদের কোচ হন জাভি। তাদেরকে তিনি এখন পর্যন্ত জিতিয়েছেন চারটি শিরোপা।
Rent for add