নিজস্ব প্রতিবেদক : ৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ২০:৩৬:৪৪
একদিন পিছিয়ে মঙ্গলবার শুরু হয়েছে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। কলম্বোয় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৪ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে স্বাগতিক শ্রীলংকা।
স্বাগতিকদের এই নাটকীয় ড্রয়ের নায়ক ফরোয়ার্ড আহমেদ ওয়াসিম রাজেক। তিনি একাই করেছেন ৪ গোল। চতুর্থ গোল করে তিনি ম্যাচে সমতা ফিরিয়ে এনেছেন ইনজুরি সময়ে।
মালদ্বীপ প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। ৫৮ মিনিটে ব্যবধান ৪-০ করার পর আলী আশফাকরা জয়ের আগাম আনন্দ শুরু করে। কিন্তু লংকান ফরোয়ার্ড তাদের স্বপন ভেঙ্গে দেন একাই চার গোল ফিরিয়ে দিয়ে। তিনি ৬৪, ৬৮, ৭২ ও ইনজুরি সময়ে গোল করেন।
টুর্নামেন্ট একদিন পিছিয়ে শুরু হলেও বাংলাদেশের খেলা পিছিয়ে গেছে দুই দিনের জন্য। টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল সোমবার। ওই দিন বাংলাদেশের ম্যাচ ছিল সিসেলসের বিপক্ষে। বৃষ্টির কারণে ম্যাচটি পিছিয়ে মঙ্গলবার আনা হলেও হতে পারেনি বৃষ্টিতে। বুধবার বিকেল ৪ টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে।
Rent for add