নিজস্ব প্রতিবেদক : ৯ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ২০:১৭:২৬
আগামী ২৭ নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে মাঠে গড়াবে আসন্ন ফুটবল মৌসুম। স্বাধীনতা কাপের পর হবে ফেডারেশন কাপ। তার পর লিগ। স্বাধীনতা কাপ আর ফেডারেশন কাপের খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। মঙ্গলবার বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
আগামী ২৫ নভেম্বর শেষ হচ্ছে খেলোয়াড় রেজিষ্ট্রেশন। দুই দিন বিরতি দিয়ে ২৭ নভেম্বর শুরু হবে স্বাধীনতা কাপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের প্রথম আসর স্বাধীনতা কাপ কোথায় হবে তা নিয়ে দ্বিধায় ছিল বাফুফে।
কমলাপুরের টার্ফে খেলতে ক্লাবগুলোর অনীহার কারণে ঢাকার বাইরে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রধান পছন্দ ছিল বাফুফের। ক্লাবগুলোর মতামত নিয়েই বাফুফে কমলাপুরে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ ক্লাবের সঙ্গে আরও চার দল যোগ করে এবারের স্বাধীনতা কাপ ফুটবল আয়োজনের পরিকল্পনা বাফুফের। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বাফুফে তাদের অ্যাফিলিয়েটেড পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আমন্ত্রণ জানাবে স্বাধীনতা কাপ খেলতে। চারের বেশি দল খেলার সম্মতি দিলে বাছাইয়ের মাধ্যমে চারটিকে নেবে বাফুফে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য এবার প্রাথমিকভাবে ৬ টি ভেন্যু বাছাই করা হয়েছে। কুমিল্লা, মুন্সিগঞ্জ, সিলেট, রাজশাহী, গোপালগঞ্জ এবং ময়মনসিংহ বা সিলেট স্টেডিয়ামে হবে লিগ। বিকল্প দুটি স্টেডিয়ামও রেখেছে বাফুফে। একটি বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স এবং অন্যটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম।
Rent for add