নিজস্ব প্রতিবেদক : ৬ নভেম্বর ২০২১, শনিবার, ২২:২৪:১৬
জাতীয় ফুটবল দলের সাবেক আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি আবার বাংলাদেশে এসেছেন। ১৪ বছর পর শনিবার ভোররাতে আর্জেন্টিনা থেকে তিনি ঢাকায় এসে পৌঁছান। তবে জাতীয় দলের নয়, এবার তিনি দায়িত্ব পালন করবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিংয়ের।
বাংলাদেশের ক্লাব দলের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এই প্রথম নয় ক্রুসিয়ানির জন্য। জাতীয় দলের পর তিনি ২০০৭ সালে আবাহনীকে কোচিং করিয়েছিলেন। এরপর দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের কোচ ছিলেন দেড় বছরের মতো। ক্রুসিয়ানি এবার আর্জেন্টিনা থেকে দিয়েগো এজিকুয়েল রোজাস নামের একজন ট্রেনারকেও নিজের সঙ্গে করে নিয়ে এসেছেন।
আবার বাংলাদেশে আসা প্রসঙ্গে ক্রুসিয়ানি বলেছেন, ‘আমি সবসময় বাংলাদেশের ফুটবলে কাজ করতে চেয়েছি। আবার সুযোগ হয়েছে, তাই এসেছি। সাইফ স্পোর্টিং ক্লাব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবে কোনো সমস্যা হবে না। কারণ বাংলাদেশের ফুটবল সম্পর্কে আমার ভালো ধারণা আছে। নিজের অভিজ্ঞতা দিয়ে ক্লাবের পক্ষে ভালো ফলাফল আনার চেষ্টা করবো।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম লাতিন কোচ ছিলেন ক্রুসিয়ানি। তার সময়ে সাফল্যও দেখেছিল আলফাজ-আরমানদের বাংলাদেশ। উঠেছিল ২০০৫ সালে করাচিতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। কিন্তু ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের ব্যর্থতার পর তাকে বরখাস্ত করা হয়।
Rent for add