বাসস : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৭:০৬:৩৭
তরুণ স্ট্রাইকার আনসু ফাতির একমাত্র গোলে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেছে ধুকতে থাকা বার্সেলোনা। দলের মূল তারকা সার্জিও এগুয়েরোর অনুপস্থিতিতে স্প্যানিশ তরুণ ফাতি শেষ পর্যন্ত বার্সেলোনাকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট উপহার দেন।
সব ধরনের প্রতিযোগিতা এটি বার্সেলোনার এবারের মৌসুমের প্রথম কোন অ্যাওয়ে ম্যাচের সাফল্য। এ জয়ে বেনফিকাকে পিছনে ফেলে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-ই’র দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
একই গ্রুপে দিনের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে বেনফিকা। বড় এ জয়ে চার ম্যাচে শতভাগ জয়সহ ১২ পয়েন্ট নিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে বেভারিয়ান্সরা।
ম্যাচ শেষে আত্মবিশ্বাসী ফাতি বলেছেন, ‘এই গোলটি এগুয়েরোকে উপহার দিলাম। এই জয়ও তার জন্যই। আমাদের লড়াই করে মাঠে টিকে থাকতে হচ্ছে। আমাদের নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে, নিজেদের সেরাটা দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা জানি এই সপ্তাহটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বার্সেলোনার অস্থায়ী কোচ সার্জিও বারুয়ান আলাভেসের সাথে ড্রয়ের ম্যাচটি থেকে তিনটি পরিবর্তন করে মূল একাদশ সাজিয়েছিলেন। অসুস্থ এগুয়েরোর পরিবর্তে মূল দলে খেলতে নেমেছিলেন ফাতি। হার্টে সমস্যার কারণে আগামী তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এগুয়েরো।
চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচেও কিয়েভকে একই ব্যবধানে পরাজিত করেছিল বার্সেলোনা। ইউক্রেনিয়ার চ্যাম্পিয়নদের বিপক্ষে শুরুটা বেশ ধীরগতিতে করেছিল বার্সা। ম্যাচ শেষের ২০ মিনিট আগে ডেডলক ভাঙ্গেন ফাতি। সাবেক খেলোয়াড় লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পাওয়া ফাতি মৌসুমে তৃতীয় গোল করলেন। ওস্কার মিনগুয়েজার লো ক্রসে ফাতির হাফ ভলি ধরতে পারেননি কিয়েভ গোলরক্ষক হিওরি বুশান। ম্যাচে ফিরে আসার লক্ষ্যে পরের মিনিটেই হারমাশের পরিবর্তে কিয়েভের কোচ মিরকিয়া লুসেসকু ব্রাজিলিয়ান এ্যাটাকর ভিটিনহোকে মাঠে নামান। ৮৯ মিনিটে কর্ণার থেকে সেন্টার-ব্যাক ইলিয়া জাবারনি বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানকে পরাস্ত করতে ব্যর্থ হন।
আগামী ম্যাচে আগামী ২৩ নভেম্বর বেনফিকাকে আতিথ্য দিবে বার্সা। অন্যদিকে এখনো পর্যন্ত জয়বিহীন থাকা কিয়েভ অপরাজিত বায়ার্নের মোকাবেলা করবে।
Rent for add