বাসস : ৩ নভেম্বর ২০২১, বুধবার, ৭:৪৩:৩৮
চ্যাম্পিয়ন্স লিগে আজ আরবি লিপজিগের বিপক্ষে খেলতে পারছেন না ইনজুরিতে আক্রান্ত আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সূত্রে জানা গেছে এ তথ্য।
ছয় বারের ব্যালন ডি’অঁর খেতাব জয়ী ৩৪ বছর বয়সী মেসি হাঁটুর ব্যাথা ও হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত। গত শুক্রবার লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ২-১ গোলে জয় পাওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ করেই সাজঘরে ফিরে যান সাবেক বার্সা তারকা। তবে পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো বলেছিলেন, লিপজিগের বিপক্ষে ম্যাচে মেসি সুস্থ হবেন বলে আশা করছেন তিনি।
পিএসজি এক বিজ্ঞপ্তিতে জানায়, আঘাতের কারণে মেসির হাঁটুতে ব্যাথা রয়েছে। চার বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী এ তারকার বাঁ পায়েও হ্যামস্ট্রিংএর ইনজুরি রয়ে গেছে।
আগামী শনিবার লিগ ওয়ানে ধুকতে থাকা বর্দুর বিপক্ষেও মেসি অংশগ্রহণ নিয়ে শংকা রয়েছে। এরপর আন্তর্জাতিক বিরতিতে চলে যাবেন তিনি। বিশ্বকাপের বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের মোকাবেলা করবে মেসির দল আর্জেন্টিনা।
বুধবারের ম্যাচ নিয়ে এ পর্যন্ত চলতি মৌসুমে ইনজুরির কারণে তিনটি ম্যাচে অংশগ্রহণ করতে ব্যর্থ হলেন মেসি। গত আগস্টে বার্সেলোনা ছেড়ে ফরাসি জায়ান্ট ক্লাবে যোগ দেয়ার পর থেকে খুব একটা দক্ষতা দেখাতে পারেননি আর্জেন্টাইন সুপার স্টার।
সপ্তাহ দুয়েক আগে প্যারিসে সফরকারী লিপজিগের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সটিই এখনো পর্যন্ত পিএসজির হয়ে মেসির সেরা পারফরম্যান্স। তার জোড়া গোলে লিপজিগের বিপক্ষে ৩-২ গোলে জয়লাভ করে ফরাসী জায়ান্টরা। ম্যাচে পেনাল্টি থেকে জয়সুচক গোল করেছিলেন মেসি।
Rent for add