অক্টোবর মাসের বিবৃতি

নানামুখী কার্যক্রম পরিচালনায় সফলতা অর্জন করেছি : কাজী সালাউদ্দিন


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন তাঁর নিয়মিত মাসিক বিবৃতিতে বলেছেন,‘ অক্টোবর-২০২১ মাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব নেয়ার এক বছর পূর্ণ করেছে। এ মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ‘বার্ষিক সাধারণ সভা’ আমরা সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি। ফুটবলের উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আমরা আশাব্যঞ্জক সফলতা অর্জন করেছি।’

করোনা পরিস্থিতির মধ্যে ফুটবল খেলা পরিচালনাকে সাফল্য হিসেবে উল্লেখ করে কাজী মো. সালাউদ্দিন তাঁর অক্টোবরের বিবৃতিতে বলেছেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও ফেডারেশন কাপ-২০২০, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ২০২০-২১, ‘বাংলাদেশ মহিলা ফুটবল লিগ ২০২০-২১’এবং ‘তৃতীয় বিভাগ ফুটবল লিগ ২০১৯-২০ সুষ্ঠু ও সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি। উল্লেখিত সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজ, রেপালে ট্রাই নেশন্স ফুটবল টুর্নামেন্ট, কাতারে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ বাছাইয়ের ম্যাচ, এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২২ কোয়ালিফায়ার্স’, থ্রি নেশন্স কাপ ২০২১, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১ এর খেলায় সফলভাবে অংশগ্রহণ করেছে। আমাদের মহিলা ফুটবল দলও এএফসি ওমেন্স এশিয়া কাপ ইন্ডিয়া ২০২২ কোয়ালিফায়ার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।’

বাফুফে সভাপতি বিবৃতিতে আরো বলেছেন,‘গত এক বছরে ‘বাফুফে এএফসি প্রফেশনাল ডিপ্লোমা কোর্স’, ‘একাডেমি এ্যাক্রিডিটেশন স্কিম’,‘বাফুফে এএফসি গ্রাসরুট মহিলা কোচিং কোর্স’ ও ‘সি ডিপ্লোমা কোসর্’, ‘রেফারি ইন্সট্রাক্টর কোসর্’, ‘অ্যাসেসর কোসর্’ ও ‘রেফারি কোর্স’ আয়োজন হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মহিলা ও পুরুষ ফুটবল প্রশিক্ষকদের জন্য সর্বোচ্চ সংখ্যক বাফুফে এএফসি ‘এ’, ‘বি’, ‘সি’ ও গ্রাসরুট কোচিং কোর্সসহ এএফসি গোলকিপিং লেভেল-১ কোচিং কোর্স আয়োজন করেছে।’

৩০ অক্টোবর ঢাকাস্থ প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর বার্ষিক সাধারণ সভা ২০২১ সুষ্ঠু ও সফলভাব সম্পন্ন হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভা’য় সাধারণ সম্পাদকের প্রতিবেদন, ২০২০ সালের অডিটরস রিপোর্ট এবং ২০২২ সালের বাজেট বাফুফে কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন বাফুফে সভাপতি।

সাফ কংগ্রেস নিয়ে কাজী মো. সালাউদ্দিন বলেছেন,‘গত ১৭ অক্টোবর ২০২১ তারিখে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর সাধারণ সভা মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দক্ষিণ এশীয় অঞ্চলের ফুটবলের সার্বিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে আগামী ডিসেম্বর ২০২১ মাসে ‘সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২১ আয়োজন করা হবে। এছাড়াও উক্ত সভায় সাফ এর প্রতিটি দেশের প্রতিনিধিগণ নিজস্ব প্রেক্ষাপট চিহ্নিত করতঃ ফুটবলের উন্নয়নে পারস্পরিক সম্পর্ক জোরদারকরণসহ শক্তিশালী আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ফলপ্রসু আলোচনা করেছে।’

কাজী সালাউদ্দিনের বিবৃতিতে আরো যা আছে
বাফুফে টেকনিক্যাল কমিটির বৈঠক : ১৪ অক্টোবর ২০২১ তারিখে মতিঝিলস্থ বাফুফে ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বাফুফের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত কোর্সসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া বাফুফে একাডেমী এ্যাক্রিডিটেশন স্কীম ও বাফুফে গ্রাসরুট এ্যাওয়ার্ড ২০২১ প্রদান সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী উদযাপন : মতিঝিলস্থ বাফুফে ভবনে ১৮ অক্টোবর ২০২১ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে। শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষ্যে বাফুফে ভবনে কেক কেটে এবং বাফুফে সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

ফোর নেশন্স ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ২০২১ : আগামী ৮ নভেম্বর ২০২১ তারিখ হতে ১৭ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ‘ফোর নেশন্স ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ২০২১’। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও সেশেলস্ জাতীয় ফুটবল দল। উক্ত প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

আব্রাহাম গ্র্যান্টের ঢাকা সফর : ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসি ফুটবল ক্লাব ও ঘানা জাতীয় ফুটবল দল এর সাবেক প্রশিক্ষক পোল্যান্ডের নাগরিক আব্রাহাম গ্র্যান্ট ২১ অক্টোবর বাংালাদেশে ফুটবলের উন্নয়নে বাফুফের কার্য্যনির্বাহী কমিটির সঙ্গে এক সভায় অংশগ্রহণ করেন। এছাড়া কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাফুফে এলিট একাডেমি পরিদর্শন করেন। গ্র্যান্ট৫ ফুটবলের উন্নয়নে বাফুফের চলমান কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফিফা কর্মশালা : অক্টোবর ২০২১ মাসে ফিফা কর্তৃক আয়োজিত সকল সদস্য দেশের অংশগ্রহণে পরামর্শ বিষয়ক কর্মশালা আয়োজিত হয়েছে। অনলাইনে এই সভার পরিচালনা করেছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো এবং ফিফার চীফ অব গেøাবাল ফুটবল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গার। উক্ত কর্মশালায় আগামী বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক গেম সাইকেলের সম্ভাব্য পরিবর্তন,ক্যালেন্ডার ও অন্যান্য সামগ্রিক বিষয়েও আলোচনা হয়। বাফুফে’র সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অনলাইনে উক্ত কমশালায় অংশগ্রহণ করেছে। এছাড়া এই কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন ব্রাজিলের থিয়েগো সিলভাসহ বিভিন্ন দেশের তারকা খেলোয়াড়গণ।

বাফুফে এএফসি গোলকিপিং কোচিং : বাফুফে ফুটবলের উন্নয়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ৫ দিনব্যাপী বাফুফে এএফসি গোলকিপিং কোচিং লেভেল ওয়ান সার্টিফিকেট কোর্স চালু করেছে। উক্ত কোর্সটি বাফুফের ফুটবল উন্নয়ন পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এএফসি প্রদত্ত গাইডলাইন অনুসরণ করে উক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গোলকিপিং প্রশিক্ষক তৈরির উপর গুরুত্বারোপ করা হবে। থিওরি, টেকনিক্যাল দিক পর্যালোচনার পাশাপাশি এই প্রোগ্রামে একজন দক্ষ গোলকিপিং প্রশিক্ষক হতে হলে যা যা জানা দরকার তা নিয়ে হাতেকলমে শিক্ষা দেওয়া হবে। দেশে ভাল মানের গোলকিপার তৈরি এবং ক্লাবগুলোর চাহিদা মেটানোর জন্য উক্ত কোর্সটি কার্যকর ভূমিকা রাখবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent