বাসস : ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ১৯:৪৫:১৭
সিরি এ লিগের পয়েন্ট তালিকায় ফের শীর্ষস্থানে ফিরেছে নাপোলি। রোববার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে তুরিনোর বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে ক্লাবটি। ম্যাচে অতি গুরুত্বপূর্ণ একমাত্র জয়সুচক গোল করেছেন ভিক্টর ওসিমেন।
এর আগে গত শনিবার সানসিরোতে হেলাস ভেরোনার বিপক্ষে ৩-২ গোলের কস্টার্জিত জয় নিয়ে তালিকার শীর্ষস্থান দখল করেছিল এসি মিলান।
তবে নাপোলিকে ফের শীর্ষস্থান ফিরিয়ে দেন ওসিমেন। ম্যাচের ৮১ তম মিনিটে জয়সুচক একমাত্র গোল করেন এই নাইজেরিয় তারকা। বিশ্বকাপের বাছাইপর্বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের বিপক্ষে নিজ দেশের ২-০ ব্যবধানে জয়েও গোল করেছিলেন ওসিমেন।
খেলা শেষে তিনি বলেন, ‘এটি ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। আমি দারুণ তৃপ্ত। স্টেডিয়ামের পরিবেশটিও ছিল অসাধারণ। সমর্থকরাই আমাদেরকে এগিয়ে যেতে বাধ্য করেছেন এবং আমরা পুরো তিন পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’
এদিকে শনিবার ল্যাৎসিওর কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের সংগ্রহশালায় রয়েছে মাত্র ১৭ পয়েন্ট। অপরদিকে শুরুতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়া জুভেন্টাস এখন ক্রমেই এগিয়ে যাচ্ছে। রোববার তারা ১-০ গোলে হোসে মরিনাহোর রোমার বিপক্ষে জয়লাভ করেছে।
এছাড়া রোববার অন্য ম্যাচে আটালান্টা ৪-১ গোলের সহজ জয় পেয়েছে এম্পোলির বিপক্ষে। আরেক ম্যাচে কাগলিয়ারি ৩-১ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। এছাড়া জেনোয়া বনাম সাসুলোর ম্যাচ ২-২ গোলে এবং উদিনেস বনাম বোলনিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
Rent for add