বাসস : ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, ২০:৫৮:১৪
ইনজুরির অস্ত্রোপচারের কারণে অন্তত ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে এসি মিলানের গোলরক্ষক মাইক মাইগনানকে। তার চোট পাওয়া বাঁ হাতের কব্জিতে অস্ত্রোপচার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে সিরি এ লিগের ক্লাবটি।
মিলান জানায়, পরীক্ষায় তার বাঁ হাতের কব্জির পেশীতে ইনজুরি ধরা পড়েছে। যা অস্ত্রোপচারের মাধ্যমে ঠিক করা হয়েছে। ভাস্কুলার সমস্যার কারণে কব্জির হাড়ের সঙ্গে একটি পেডিকল স্ক্রু ও স্থাপন করা হয়েছে।
সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে জানিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, অনুশীলনে ফেরার আগে ছয় সপ্তাহের পুনর্বাসন শুরু করেছেন ফ্রান্সের হয়ে একটি ম্যাচে অংশ নেয়া গোলরক্ষক মাইগনান। আর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে তার সময় লাগবে অন্তত ১০ সপ্তাহ।
এ ঘটনায় মাইগনান এসি মিলানের হয়ে শুধু যে সিরি এ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বঞ্চিত হবেন তা নয়, নভেম্বরে ফ্রান্সের হয়ে বিশ্বকাপের বাছাইপর্বও মিস করবেন ।
Rent for add