মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের টিকিটের জন্য হাহাকার

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বাগতিকদের বিরুদ্ধে বাংলাদেশের তৃতীয় ম্যাচের টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে।

আজ মঙ্গলবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ভোররাত থেকে স্থানীয় বাংলাদেশিদের ভিড় লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরো বাড়তে থাকে।

কিন্তু আয়োজকরা বাংলাদেশিদের কাছে পর্যাপ্ত টিকিট না বিক্রি করায় স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।

উত্তেজনা প্রশমনে প্রশাসন স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এ সময় পুলিশের সাথে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবর পাওয়া যায়।

স্থানীয় এক প্রবাসী জানান, সাড়ে সাত হাজার টিকিট এর মধ্যে এখানে অবস্থানরত বাংলাদেশিদের কাছে মাত্র ২০০ থেকে ৩০০ টিকিট বিক্রি করে হঠাৎ টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় সকাল থেকে প্রতিক্ষীত মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য মালদ্বীপে বিভিন্ন পেশায় বাংলাদেশের প্রায় লক্ষাধিক নাগরিক বসবাস করছেন।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent