কঠোর অনুশীলনে ঘাম ঝড়ালো টিম বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ আগামী ৪ অক্টোবর শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে জয় পেতে মরিয়া লাল-সবুজের দল।

৪ অক্টোবর শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ মালদ্বীপের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) দুপুর ১২টা পর্যন্ত ফাম প্র্যাকটিস গ্রাউন্ডের টার্ফে প্রস্তুতি সম্পন্ন করে। এ সময়ে তারা দুটি ভাগে বিভক্ত হয়ে প্রস্তুতি নেয়।

এক ভাগ খেলোয়াড় রিকভারি সেশনে অংশ নেন। অপর ভাগ রেগুলার প্রস্তুতিতে অংশগ্রহণ করেন। প্র্যাকটিস শেষে খেলোয়াড়রা আইস বাথ গ্রহণ করেন।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুইজন খেলোয়াড় জ্বর থেকে সেরে উঠেছেন। মিডফিল্ডার সোহেল রানা ইতোমধ্যে পুরো টিমের সাথে প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছেন।

উল্লেখ্য মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে ১ অক্টোবর বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ গোলে জয় লাভ করে। পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন তপু বর্মণ।

আগামীকাল রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া এবং বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষক অস্কার ব্রুজন।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent