শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘যত বেশি বয়সভিত্তিক টুর্নামেন্ট হবে তত ফুটবলার তৈরি হবে। শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ গোল্ডকাপ নতুন নতুন ফুটবলার তৈরিতে ভূমিকা রাখবে।’

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল পল্লবী এবং লালবাগ থানা। ম্যাচে পল্লবী থানা জিতেছে ৩-০ গোলে। ১১ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় পল্লবী। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে পল্লবী মাঠ ছাড়ে ৩-০ ব্যবধানের জয় নিয়ে। ৫৮ ও ৬৯ মিনিটে পল্লবীর শেষ দুই গোল করেন মনির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ রতনসহ শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কর্মকর্তারা।

টুর্নামেন্টের আয়োজকদের প্রশংসা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘যে কোনো টুর্নামেন্ট আয়োজন এবং প্রশিক্ষণ কার্যক্রম ভালো কিছুই বয়ে আনে। শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট থেকেও ভালো কিছুই হবে। আমরা মন্ত্রণালয় থেকে অনূর্ধ্ব-১৭ আয়োজন করেছি, বাফুফে বিভিন্ন ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্ট করে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও স্কুলের ছেলে-মেয়েদের নিয়ে ফুটবল আসর করে। শেখ রাসেল গোল্ডকাপের মতো যত বেশি বয়সভিত্তিক টুর্নামেন্ট হবে আমাদের পাইপলাইনে তত বেশি খেলোয়াড় যোগ হবে। আমাদের জাতীয় দল যে মাঝে মধ্যে খেলোয়াড় সংকটে পড়ে, সেটা কেবল পাইপলাইনে খেলোয়াড় না থাকার কারণে।’

তরফদার রুহুল আমিন বলেন, ‘এই আয়োজনের মধ্য দিয়ে ভবিষ্যৎ খেলোয়াড় তৈরি হবে। শিশু-কিশোরদের বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে তারা খারাপ কাজ থেকে দূরে থাকবে, মাদকমুক্ত থাকবে। সাইফ পাওয়ারটেক সেই কাজটিই করে যাচ্ছে। এবার ঢাকাতে আসরটি হচ্ছে। ভবিষ্যতে দেশব্যাপী অনুষ্ঠিত হবে।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent