ইনজুরি কাটিয়ে সুইডেন দলে ফিরলেন ইব্রাহিমোভিচ

আগামী মাসে কসোভো ও গ্রীসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য সুইডেন দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। হাঁটুর ইনজুরির কারণে ইউরো ২০২০’এ খেলতে না পারা ইব্রাহিমোভিচের খেলা নিয়ে অবশ্য এখনো শঙ্কা রয়েছে।

সুইডিশ কোচ ইয়ানে এন্ডারসন অবশ্য দলের মূল তারকাকে নিয়ে আশাবাদী। আগামী ৩ অক্টোবর ৪০ বছরে পা রাখতে যাচ্ছেন ইব্রাহিমোভিচ। গত মাসে বাছাইপর্বের দুই ম্যাচে সুইডেন ঘরের মাঠে স্পেনকে ২-১ গোলে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে গ্রীসের কাছে ওই একই ব্যবধানে পরাজিত হয়ে হতাশ করেছে।

এক বিবৃতিতে এন্ডারসন বলেছেন, ‘আমি তাকে দলে নেবার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি বিশ্বাস করি এবং একইসাথে আশা করি সে দলে আসবে এবং সেখানে নিজের সাধ্যমত অবদান রাখবে। দীর্ঘ সময় সে ইনজুরিতে কাটিয়েছে। কিন্তু ধীরে ধীরে সে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছে।’

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা স্পেনের থেকে ৪ পয়েন্ট পিছিয়ে গ্রুপ-বি টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন সুইডেন। তৃতীয় স্থানে গ্রীসের তুলনায় সুইডিশরা তিন পয়েন্ট এগিয়ে আছে। আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে কসোভো ও তিনদিন পর অ্যাওয়ে ম্যাচে গ্রীসের মোকাবেলা করবে এন্ডারসনের শিষ্যরা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent