বাসস : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ১৬:৪১:৫১
প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন ছেড়ে কাতারি ক্লাব আল-রাইয়ানে যোগ দিয়েছেন কলম্বিয়ান তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগুয়েজ।
মধ্যপ্রাচ্যে ট্রান্সফার উইন্ডোর সময়সীমা এ মাসের শেষ পর্যন্ত উন্মুক্ত থাকায় হামেস সপ্তাহের শেষেই কাতারের উদ্দেশ্যে পাড়ি জমাবেন। যদিও চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি। প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে সময়টা মোটেই ভাল যাচ্ছিলনা এই কলম্বিয়ান তারকার।
হামেসের চুক্তির বিষয়টি নিশ্চিত করে এভারটনের ওয়েবসাইটে একটি বিবৃতি দেয়া হয়েছে। ম্যানেজার রাফায়েল বেনিতেজ জানিয়েছেন মঙ্গলবার লিগ কাপে কিউপিআর’র বিপক্ষে পরাজয়ের পর বিশেষ পরিস্থিতিতে হামেস ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন।
৩০ বছর বয়সী হামেস ২০২০ সালে রিয়াল মাদ্রিদ থেকে ২০ মিলিয়ন পাউন্ডে গুডিসন পার্কে যোগ দিয়েছিলেন। লন্ডনের ক্লাবটিতে শুরুটাও ভালই হয়েছিল। কিন্তু মৌসুমের শেষ পর্যন্ত কোচ কার্লো আনচেলত্তি থাকাকালীন হামেস যতটা সুবিধা ভোগ করেছেন তার ধারাবাহিকতা নতুন মৌসুমে দেখা যায়নি।
ধীরে ধীরে এই প্লেমেকারের ওপর থেকে ক্লাব ও নতুন কোচ বেনিতেজের আস্থা উঠে যায়। মৌসুমের শুরুর আগে বেনিতেজ এভারটনে যোগ দেবার পর হামেসকে একটি ম্যাচও খেলার সুযোগ দেননি। এর মাধ্যমেই হামেসের দলত্যাগের বিষয়টি তরান্বিত হয়। ২৬ ম্যাচে এভারটনের হয়ে ছয় গোল করেছেন হামেস। মাদ্রিদে থাকাকালীন একজন সম্ভাব্য সুপারস্টার হিসেবে বিবেচিত হয়েছেন হামেস।
Rent for add