নিজস্ব প্রতিবেদক : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ৫:৩৪:৩৮
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ অক্টোবর। এ সাধারণ সভাকে সামনে রেখে বাফুফের গঠনতন্ত্র সংশোধনে বড় এজেন্ডা রয়েছে। ফিফার নির্দেশ অনুযায়ী নির্বাহী কমিটি ছোট করতে হবে। একই সাথে কমাতে হবে কাউন্সিলর। সেই নির্দেশনায় বাফুফে শুরু করতে যাচ্ছে গঠনতন্ত্র সংশোধনের খসড়া তৈরির কাজ।
বাফুফের সর্বশেষ নির্বাহী কমিটির সভায় সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছিল গঠনতন্ত্র সংশোধনে একটি কমিটি তৈরি করতে। বাফুফে সভাপতি সেই কমিটি তৈরি করেছেন বৃহস্পতিবার।
চার সদস্যের এই কমিটির আহ্বায়ক বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী। তিন সদস্য হচ্ছেন- দুই সহসভাপতি কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান ভূইয়া মানিক ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
কমিটি ফিফার সঙ্গে ভার্চুয়াল সভা করে প্রথমে একটা খসড়া গঠনতন্ত্র তৈরি করবে। এক মাসের মধ্যে সেটা তারা জমা দেবে। তারপর সাধারণ সভায় পর্যালোচনা করে চূড়ান্ত করবে।
Rent for add