বাসস : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ২০:০১:৩৩
ম্যাচের শেষভাগে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে রিয়াল মাদ্রিদকে লা লিগায় দারুণ এক জয় উপহার দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। রোববার মেস্তালা স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে গ্যালাকটিকোরা।
৬৬ মিনিটে ফরোয়ার্ড হুগো ডুরোর লো স্ট্রাইকে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। গত মৌসুমে গেতাফের এই স্ট্রাইকার ধারে রিয়াল মাদ্রিদে খেলার পর এ বছর ভ্যালেন্সিয়ায় ধারে খেলতে এসেছেন। ৮৬ মিনিটে ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াসের ডিফ্লেকটেড স্ট্রাইকে সমতা ফেরায় রিয়াল। এরপর ৮৮ মিনিটে ভিনিসিয়াসের ক্রসে বেনজেমার হেডে রিয়ালের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে উচ্ছসিত ২১ বছর বয়সী ভিনিসিয়াস বলেছেন, ‘এখানে আসাটা কখনই সহজ নয়। বিশেষ করে প্রথমে গোল হজম করার পর সবকিছুই মনে হয়েছিল আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমরা ম্যাচ ছেড়ে দেইনি। দারুণ এই জয়ের কৃতিত্ব দলের সবার। আজ সঠিক সময়ে সঠিক কাজটাই আমরা করতে পেরেছি, আর এতেই সাফল্য এসেছে।’
Rent for add