বাসস : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার, ১৯:৪৮:৫৩
পিএসজির হয়ে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানের অভিষেক হয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। জাতীয় দলের এ সুপারস্টার সতীর্থকে দারুণ এক জয় উপহার দিয়েছেন মাউরো ইকার্দি। স্টপেজ টাইমে আর্জেন্টাইন এ স্ট্রাইকারের গোলে কাল রাতে লিগ ওয়ানে লিঁওকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে পিএসজি।
প্যারিসের জায়ান্টদের অলস্টার আক্রমণভাগে সবার থেকে এগিয়ে ছিলেন মেসি। যদিও তিনি গোল পাননি। কিন্তু বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামা ইকার্দি মেসির অভিষেককে ম্লান হতে দেননি। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে বামদিক থেকে আসা কিলিয়ান এমবাপ্পের ক্রসে মাথা ছুঁয়ে বল জালে জড়ান ইকার্দি।
এর আগে ৫৪ মিনিটে লিঁওকে এগিয়ে দিয়েছিলেন দারুণ ছন্দে থাকা লুকাস পাকুয়েটা। ৬৬ মিনিটে নিজের আদায় করা পেনাল্টি থেকে পিএসজিকে সমতায় ফেরান নেইমার।
এবারের লিগে তারকা সমৃদ্ধ পিএসজি অন্য দলগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে এবং চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের শেষ পর্যন্ত নিয়ে যাবে- এমন প্রত্যাশা থেকেই প্যারিসের মাঠে সমর্থকরা উপস্থিত হচ্ছে। আপাত দৃষ্টিতে দলীয় শক্তি বিবেচনায় এটাই হবার কথা।
আগামী ২৮ সেপ্টেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচের আগে বুধবার লিগ ওয়ানে মেটজ ও আগামী সপ্তাহে মন্টেপিলিয়ারের মোকাবেলা করবে পিএসজি।
Rent for add