বাসস : ১৯ সেপ্টেম্বর ২০২১, রবিবার, ১৯:৫৪:২৯
হুয়ান ফেলিক্সের লাল কার্ড আর আঁতোয়ান গ্রীজম্যানের ফর্মহীনতা এসব কারণে লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট হারানোর জন্য যথেষ্ট ছিল। শনিবার উত্তেজনাকর ম্যাচে অ্যাথলেটিক বিলবাও ঘরের মাঠ থেকে দিয়েগো সিমিওনের দলকে জয় নিয়ে বাড়ি ফিরতে দেয়নি। গোলশূন্য ড্র করে অ্যাথলেটিকোর এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
মূল একাদশে লুইস সুয়ারেজের পরিবর্তে মাঠে নেমেছিলেন গ্রীজম্যান। কিন্তু ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ৫৫ মিনিটে উরুগুইয়ান তারকা সুয়ারেজ মাঠে নেমেও কোন সুখবর এনে দিতে পারেননি। একটি শটও তিনি সঠিকভাবে পোস্টে নিতে পারেননি। এছাড়া ফেলিক্স মূল একাদশে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত সিমিওনের আস্থার প্রতিদান দিতে পারেননি। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ৭৮ মিনিটে তাকে মাঠ ত্যাগ করতে হয়। লাল কার্ড পেয়ে ক্ষুব্ধ ২১ বছর বয়সী ফেলিক্স বল লাথি দিয়ে গ্যালারিতে মারলে একজন অ্যাথলেটিকো সমর্থক আহত হন।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করা অ্যাথলেটিকো চার দিনের মধ্যে আবারো পয়েন্ট হারালো। এই ড্রয়ে সিমিওনের ওপর চাপ আরো বাড়লো। আক্রমণভাগকে কিভাবে তিনি সেরা উপায়ে কাজে লাগাবেন সেই ফর্মুলা সিমিওনেকেই খুঁজে বের করতে হবে।
ম্যাচ শেষে হতাশ সিমিওনে বলেছেন, ‘আমার এই দলের উপর পূর্ণ আস্থা আছে। এই খেলোয়াড়দের দিয়েই আমি সেরাটা বের করার উপায় জানি। এজন্য আমরা কঠোর পরিশ্রমও করছি। একটি বিষয় এই মুহূর্তে আমাদের প্রয়োজন, সেটা হলো গোল।’
এনিয়ে এবারের লিগে প্রথম পাঁচ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা দুটি ড্র ও তিনটি জয় নিয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
এদিকে মার্সেলিনো গার্সিয়া টোরালের অধীনে বিলবাও তাদের সাফল্যের ধারা ধরে রেখেছে। গত মাসে বার্সেলোনার সাথেও ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট সংগ্রহ করেছিল বিলবাও। অ্যাথলেটিকোর থেকে দুই পয়েন্ট পিছিয়ে বিলবাও চতুর্থ স্থানে রয়েছে।
Rent for add