নিজস্ব প্রতিবেদক : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ২১:১৭:৩৯
গুঞ্জন চলছিল গত কয়েক দিন ধরে। এবারে মিলল সত্যতা। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেকে দুই মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপাধারী বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে।
শুক্রবার ন্যাশনাল টিমস কমিটির (এনটিসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
সাম্প্রতিক বিবর্ণ পারফরম্যান্সের কারণে ইংলিশ কোচ জেমিকে কোচের পদ থেকে সরানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছিল। নাম প্রকাশ না করার শর্তে বাফুফের একজন নির্বাহী সদস্য আগের দিনই মিডিয়াকে জানিয়েছিলেন, আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে নতুন কোনো কোচের অধীনে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশকে। এদিন এনটিসির সভা শেষে সেই আভাসই বাস্তব রূপ নিয়েছে। আপাতত দুই মাসের জন্য জেমির স্থান নিয়েছেন দেশের ঘরোয়া ফুটবলে প্রচুর সফলতা পাওয়া স্প্যানিশ কোচ ব্রুজোন।
আগামী ১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার পর ৪ তারিখে আসরের সফলতম দল ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। ৭ অক্টোবর তৃতীয় ম্যাচে লাল-সবুজ জার্সিধারীদের প্রতিপক্ষ স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। ১৩ তারিখে লিগ পর্বের শেষ ম্যাচে তারা লড়বে নেপালের বিপক্ষে।
এনটিসির সভায় বাফুফের উচ্চপদস্থ কর্মকর্তাদের আলোচনায় উঠে আসে ব্রুজনের বিভিন্ন দেশের ফুটবলারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং তার সামগ্রিক অভিজ্ঞতা, যা তাকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০১৮ সাল থেকে বসুন্ধরার সঙ্গে আছেন ৪৪ বছর বয়সী ব্রুজোন। এর আগে তিনি ভারতে মুম্বাই সিটি এফসি ও মালদ্বীপে নিউ রেডিয়েন্টের সঙ্গে কাজ করেছেন। নিজ দেশে স্পেনেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সেলটা ভিগোর যুব দলের দায়িত্ব পালন করা ছাড়াও মায়োর্কার সহকারী কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।
সাফ চ্যাম্পিয়নশিপের পর আরও দুটি প্রতিযোগিতায় বাংলাদেশের কোচের ভূমিকায় থাকবেন ব্রুজোন। আগামী ২২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। এরপর নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে গড়াবে চার জাতির একটি প্রতিযোগিতা।
কাজী নাবিল আরও জানিয়েছেন, দুই মাসের জন্য অব্যাহতি পেলেও এই সময়ে চুক্তি অনুযায়ী বেতন-ভাতা পাবেন জেমি। বাফুফের সঙ্গে তার বর্তমান চুক্তি রয়েছে আগামী ২০২২ সালের অগাস্ট পর্যন্ত। তিনি ২০১৮ সালের জুনে তিনি দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ দলের।
Rent for add